রক্তের হোলি খেলা (২২৩২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৮-২০২৩ ইং
****************************
মুজিবের হুংকার শুনলেই যেন
শিহরিত হয় মন-প্রাণ,
মুজিব তুমি এই বাংলার জন্য
বিলিয়ে দিয়েছো জান।


সেদিন তোমার একটি হুংকারে
নিষ্পেষিত সাতকোটি জনতা,
নির্যাতিত নিগ্রিহিত বাংলার মানুষ
জয় বাংলার স্লোগানে একতা।


দেশ স্বাধীনের জন্য জাপিয়ে পরে
বীর বাঙালী বুলেট বোমার মুখে,
রাজাকার আর পাক-হানাদারদের
লোলুপ নেশায় মা-বোন ছিল না সুখে।


তোমার সাতই মার্চের ভাষনে বাঙ্গালী
ঝাঁপিয়ে পরে রক্তের হোলি খেলতে,
আবার সেই বাঙালির মধ্য থেকে কেহ
মোস্তাকের দল রক্ত নিয়ে পারে বেলতে।


পাক বাহিনী রক্ত নিয়ে খেলছে খেলা
বাঙালি টলেনি রণাঙ্গনে সুদীর্ঘ নয়মাস ধরে,
লাখে লাখে প্রাণ,ইজ্জত  বিসর্জন দিয়ে
লাল সবুজের পতাকা নিয়ে ফিরছে ঘরে।


স্বাধীনতার মহা নায়কের ছায়াতলে থেকে
বেঈমানের দল এদিন খেলছে রক্তের খেলা,
ধানমন্ডির বত্রিশ নং এ মুজিব পরিবারের
নির্মম নিষ্ঠুরতম জীবনের শেষ হোলিখেলা।