রোজার নিয়ত (২১০৬ তম) রম্য
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১০-০৪-২০২৩
******************
ভালোজালো খাওয়ার জন্য
রোজার নিয়ত করছি,
আরে সেহরি আর ইফতারিতে
পেটের মধ্যে সব ভরছি।


রোজা রাখা তো মুখ্য নয় আর
খাওয়ার রেসেপি যে মুখ্য,
ভালো ভালো আইটেম খাইতে
মুই নিয়ত  করি যে সুক্ষ্ম।


লোক সমাজে থু-থু ফালাই যে
দেখুক সবে রোজা রাখি,
খাওয়ার কাম খাইতে আছি রে
কোনোটা থাকে না বাকি।


যত আতর সুরমা সুগন্ধি লাগিয়ে
রোজা,লোক সমাজে দেখাই,
নামাজ রোজার ধার ধারি না যে
শুধু রোজার পদ্ধতি শেখাই।


রোজা না রাখলে যত বাশি পচা
আর পান্তা ভাত খেতে হয়,
তাই পেটটা পুরে খাওয়ার জন্য
রোজার নিয়ত করিতে  হয়।