প্রতিবাদ (২১২৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৪-২০২৩
=====================
পেটটা যাদের উঠছে ফুলে ঘুষের টাকায়
তৈল রাখিয়া ঘি মাখায় তাদেরই মাথায়।
বলতে পারেন এই চোরা আছে কত জনা?
চোখ মেলিয়া নজর করেন সে আপনজনা।
দেশের সম্পদ লুটেপুটে যারা স্বপ্ন আঁকায়,
আজ গালি গালাজ বদনাম তাদের মাথায়।
যাদের জন্যে আইন-কানুন থামিয়ে যে রাখা
লুট করে সব চেটে খেয়ে বাড়ি করেন ঢাকা।
কালো টাকার পাহাড় বুনে খাচ্ছে ঘুষ গুনে
জনতা আজ ধিক্কার দিচ্ছেন ওই নাম শুনে।
কত বিলাসিতার ইচ্ছা তাদের  হয় না ফাঁপা?
ঘুষের টাকায় বাড়িগাড়ি হয় না টাকায় মাপা।
দেশে মুখোশধারী চোরচোট্টার বাড়ছে কদর
সতত সময় তাদের মাথায় ঢালছেন আদর!
ইচ্ছে তাদের চাঁদনী ঝরা চাঁদটা খাইবে গিলে
কৌশল করে মারছে মানুষ অভিনয়ের ঢিলে।
মুচকি হেসে ঘুষের টাকা ওদের দেখায় সদর
প্রতিবাদের ঝড় উঠেছে তবুও তাদের কদর।
ভাবুন বিগত দিনের রাজনীতিটা গেছে ভুলে
স্বাধীন দেশে জনগনের স্বাধীনতা নেয় তুলে।
আকাশ ছোঁয়া ভাবনারাশি মাথে ঘুরপাক খায়
বলতে পারি না মুখে ব্যথা পরিবেশের জ্বালায়।
ক্লাবে,রঙ তামাশায় নর্তকী নিয়ে ফুর্তিতে মত্ত
জনগনের টাকা ঢালছে এই কথাটি আজ সত্য।
মনের মত বিলাসীতা জনগনের অধিকার কেড়ে
এই দেশে আজ সুদ ঘুষের সাজা মুক্ত করে দেরে।
যারাই মসনদে বসবে তারাই খাইবে সব গিলে
আমজনতার আসল রসটু চুষবে তিলে তিলে।
খারাপ লাগলেও সত্য কথা বলছি স্বাধীন ভাবে
ভুল হলে ক্ষমা করবেন দল বিদলীয় যারা সবে।