অস্তবেলা(২১২০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৪-২০২৩
====================
আজ অস্তবেলা স্মৃতির ভীরে
উষ্ণ মেঘলা দিনে,
বাঁধ মানে না রিক্তের বন্ধন
ঝরে চোখের কোণে।


কাতর বদনে খুঁজেছে কারে
ঘুম ছাড়া দুই আঁখি,
মনের মাঝে ঢেউ খেলে যায়
মারছে ঊঁকি ঝুঁকি।


জানো,কেমন করে কিসের জন্য
হারিয়েছে হৃদয় খানা,
না না ও সব ভেবে লাভ হবে না
জাতপাত হারাতে মানা।


ছেড়ে দাও সব জাতপাতের কথা
মুখে বলবো নাকো আর,
মনের কথা সব মনেতে লুকাও
চাপালে হবে হা হা-কার।


ওই নীল আকাশ জুড়ে ইচ্ছে ছিল
সতত থাকবো সুখের ঘরে,
স্বপ্নগুলো সব ঝড়ো নিয়ে গেলো
পুনঃ আছড়ে মাথা খুঁড়ে।


জানো,অনেক কথা বলার ছিল
ভুলে হয় নি সেদিন বলা,
তুমি আমার কথা একটু শোনো
যদিও যায় যে প্রায় বেলা।