অস্বীকারের উপয় নেই (২১৯১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৭-২০২৩ ইং
=========================
এই জীবন মৃত্যুর গেরাকলে কেউ নয় চিরস্থায়ী
দুটি শব্দ মেনে নিতে হয় যত কঠিন পরিস্থিতি।
বাবা পচাশিতে চলে গেল চোখে কঠিন আঁধার
মায়ের কোলেতে ভর করে চালাচ্ছি এই সংসার।
মাও আবার চলে গেল পনেরোর সেই সুখ কালে
সোনার সংসার ছাই হয়ে যায় সব গেল বিফলে।
জন্ম হইলে এই সুন্দর ভুবনে মরণ নিশ্চিত  হয়
ভালো ও সৎকাজের খ্যাতি যশ বিনা কিছু রয়।
সুখের মুখ দেখার কালে মা হারিয়ে কষ্টে আচম্বিত
আকস্মিক দুই জ্যোতির মৃত্যুতে আমি হই বিস্মিত।
মা না খাইয়ে,খাওয়াইছে নানা অমৃত সুধা মোরে
মা কি বলে তুমি চলে গেলা অজানা অচেনার ভীরে।
পরামর্শ দাতা বোনটি আমার চলছে তোমার পথে
মহাকালের এই অমোঘ বানী বইছে সৃষ্টির ইশারাতে।
মায়ার এই সংসার ভুলতে পারি না হঠাৎ ভুলতে হবে
সেই সময়টা ওই পরম সৃষ্টি কর্তা পাঠিয়ে দেয় তবে।
সেই বার্তার অপেক্ষায় আছি,মেনে নিতে হবে তাহা
অস্বীকারের উপয় নেই যুগ যুগ ধরে চলছে যাহা।
এই চোখের জল আর বুকের কষ্টের মূল্য নেই যেখানে
ভাগ্যে যাহা লিখা আছে আল্লহ নিয়ে যাইবে সেখানে।