অনাকাঙ্খিত শোক (২১০৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-০৪-২০২৩
==================
দৌড়ে এসে বললো বাদল
শুনছো কাকু খবর,
তরমুজের উপর রাহুর-দশা
পরছে নাকি যব্বর।


কাকু বৃষ্টি অইয়া তলিয়ে গেছে
দেখুন কোলায় চাইয়া,
তরমুজ ক্ষেত ভাইসসা গেছে
বৃষ্টির পানি পাইয়া।


মোগো ক্ষেত তলিয়ে গেছে
হাটু পরিমান পানি,
তরমুজ যদি না হয় এবার
কি উপায় হবে জানি?


সব খুয়াইছি তরমুজের পিছে
ঋণ হইছি আশা ব্যাংকে,
তরমুজের ফলন না পাইলে যে
ঋণের বোঝা র‍্যাংকে।


কাকু সব চাষিরা ঝিমাইতেছে
এই বৃষ্টির পানি দেইক্কা,
ওদের কষ্ট দেখতে পারি না মুই
কবি নিজ চোখ  রাইক্কা।


মাসু কষ্টের চোটে কাঁন্তে আছে
কত ইনায় বিনয় করে?
এই সুন্দর ফলন পইচ্চা গেছে
কেমনে থাকমুয়ানে ঘরে?


চোখের সামনে বাম্পার ফলন
যদি যায় কাকু পইচ্ছা,
রোজ বৃষ্টির উপর বৃষ্টি হচ্ছে
কি করমু আর ইচ্চা?


কোলায় একটু নাইম্মা দেইক্কেন
রৌদে গাছ হুগাইয়া গেছে,
তরমুজের আশা ছাইররা দিয়া
গরুছাগল ছাইররা দিছে।