অবশেষে ঢেঁকির কোডা (২০৯৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৪-২০২৩
==================
ঢেঁকির কোডা দিতে আছে
তরমুজ চাষিদের,
রোজ একবার  বৃষ্টি বর্ষন
নয়তো আর্শীবাদের।


আল্লাহ হয়তো নারাজ হয়ে
দিচ্ছেন ঢেঁকির কোডা,
আহাজারিতে কাঁদছে চাষি
আশ্বস্ত করবেন কেডা।


যাহার উপর ভরসা করছে
সেই দিচ্ছে রোজ বৃষ্টি,
কেমন করে রক্ষা পাইবেন
এই অঞ্চলের সব কৃষ্টি।


বৃষ্টি রোদে সব তরমুজ গাছ
নেতিয়ে পরছেন বেডে,
দেখলে বড় আফসুস লাগে
দেখলাম ক্ষেতে হেটে।


আল্লাহ,বড় আশা করে চাষি
করেছিল তরমুজের চাষ,
ঋণের বোঝা মাথায় নিয়ে যে
পেয়েছে আইক্কালা বাঁশ।


চাষিরা কেমনে পরিশোধ করবে
এই ভারী ঋণের বোঝা,
আপনার কুদরতি নজরের ছোঁয়া
বোঝা নয়তো সোজা।


আল্লাহ শুনছি তোমার কুদরতে
মরা গাছেও ফুল ফোটে,
আশা ছাড়ে নি ধরায় কৃষকেরা
তোমার করুনা হতে মোটে।


বিমুখ করো না তরমুজ চাষির
স্বপ্ন বিলাসের আশা,
পেটে রিজিক সন্তানের বিয়ে
মনে ছিলো খুব আশা।