নিটল মন চাই
    এম,এ,সালাম
     ২৩-০৩-১৮

যার সাথে বন্ধু করি,সেই যায় ছেড়ে,
কষ্টগুলো শক্ত হয়ে সেই শুধু পোড়ে।
তোর মত সবাই কিন্তু ছলনাময়ী,
কেউ নেই মন মত সারা পৃথিবীর।
তুমি ছিলে প্রিয়জন আমারই শুধু,
ভাবনায় ছিল ভুল তুমি নও কভু।
আসলে প্রভুর কাছে সেই খাঁটি মন,
ধরা দিত সেই মন যখন তখন।

তোর কাছে মনের ভালবাসাই চাই,
সেই মনের সৃষ্টি আজও হয় নাই।
কবে আল্লাহ ধরায় পাঠেবে সে মন,
চোখে চোখে, চোখ রেখে হাসবে এ মন।
করুনার হাত তুলে আকাশের দিকে,
খাঁটি মন দাও,যদি তোর কাছে থাকে।




সনেটঃ রচনার সময় কালঃ৩১-১২-১৬ ইং