নিন্দুকের নিন্দা(২১৩১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৪-০৫-২০২৩
===================
নিন্দুকেরা নিন্দা করবে
এটা ওদের স্বভাব,
ভালো মানুষে দোষ নেই
দোষ বলা যে স্বভাব।


ওরা গাঁয়ে গাঁয়ে বলে যে
একে অপরের দোষ,
সত্য কথা বলতে গেলে
গায়ে পড়বে  ঠোঁশ।


নিন্দুকের কাজ নিন্দা করা
কেহর ভালো চায় না,
নিজের দোষ আয়নায় দেখে
আসল কথা কয় না।


নিজের দোষ চোখে দেখে না
দোষ দ্রুটি বলে অপরের,
নিন্দুকের কাজ নিন্দা করা
ওরা হয় এমন স্বভাবের।


যারে দেখতে নারি চলন বাকা
নিন্দুকের মুলনীতি,
সমাজে এই ধরনের মানুষদের
সবাই করেন ভীতি।