নারীরা পিছিয়ে আছে (২১০২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৬-০৪-২০২৩
***********************
নারীর জীবন সমান ভাবে-
   মাস বছর যত পেরিয়ে যাক,
নতুন নতুন অঙ্গীকার চিন্তা
  চেতনার নতুন আকার পাক।


নারীর স্বাধীনতা সম্মান আর-
     নেই সমান সমান মূল্যায়ন,
সে সব শুধুই মৌখিক  কথা
     দেখে না কেউ নারীর মন।


নারী নিয়া যাহা কিছু আছে-
   নেহাত শুধু খাতা কলমেই,
মুল বিষয়টি ঢাকাই থাকে
   পুরুষের অচল কলমেই।


তাই এত ঝাঁক ঝমক করে -
   নারী দিবস পালন অর্থহীন,
মূল্যায়ন হবে কি ঘরে বাইবে?
    সব স্তরের নারীর দিন।


শিক্ষা স্বাস্থ্যে আলোকিত কিছু-
      নারী মুষ্টিমেয় ভাগ্যবান,
পিছিয়ে পড়া প্রান্তিক মেয়েরা
     অন্ধকারেই তাদের স্থান।


প্রয়োজন হবে কয়েকশ বছর-
    পেতে নারীর যোগ্যে মান,
সেদিন হয়তো নারী পুরুষ হবে
    সমান সমান মূল্যায়ন।