মুনাফিকের নামায (২১০৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৪-২০২৩
**************************
সালাত হলো আল্লাহর দিদার প্রতিশ্রুতির বান
নামাজ হলো বেহেস্তের চাবি খোদার সেরা দান।
সালাত শিখায় জীবন বিধান ঘুচায় তিমির রাত
মানবতার পথ সুগম করে বাঁচতে সকল জাত।
সালাত খোদার রঙে রাঙিয়ে দেয় ভাল হয় মন
খোদার ভয় জাগ্রত হয় শেখায় গড়তে দৃঢ় ঈমান।
কেন পড়লি সালাতরে তুই ভাবলি নিতো আজ?
তাসবিহ পড়ে মসজিদ চষে ফেললি কপাল ভাঁজ।
মসজিদে নামাজ পড়ে তুই ঘুরছো খোদার জমিন
দুনিয়ার ফসল কামাই করে  নিজেকে বলো মুমিন।
কথায় কথায় মিথ্যে বলো মানুষ ঠকার ফন্দি করো
অহংকার আর বড়ত্বের ঝাড়ি মেরে মানুষ খাটো করো।
কেন আমানতের খেয়ানত করে ওয়াদা করো খেলাপ
হাজী সাজতে হজ্ব করো যে ছুঁইয়ে কাবার গিলাফ।
গিবত শিকত কর ভুরি ভুরি দেও পরের ঘরে আগুন
বোমা মেরে ধ্বংস করো কেন মানব মনের ফাগুন।
লোভের নেশায় পাগল হয়ে তুমি দাওনা কাহারে ছাড়
পরের সম্পদ লুন্ঠন করে গড়ছো সম্পদের-ই পাহাড়।
সমাজ নেতার মুখোশ পরে সেজেছো গাঁয়ের মোড়ল,
সঠিক ন্যায় বিচারের ধার না ধারে বিক্রি করো আকল।
মন-গড়া সব তন্ত্রে মন্ত্রে করছো দেশের বিচার শাসন,
খোদার বিধান বাদ দিয়ে কেন করছো ভোগের আসন।
কেন কর যে সুশাসনের ছদ্মবেশে ওই স্বৈরাচারী শাসন
নারীবাদের রূপদান করে নিচ্ছো ইজ্জত সমান লুটে
মানুষ খেকো হায়নার সমান টানছো হাতের মুঠে।
পর্ণছবি আর যৌনাচারে দেশ ছেয়েছে আভ্রু হত্যা করে
বস্তুবাদ আর কুশিক্ষার মাধ্যমে গড়ছো শুয়ার ঘরে ঘরে।
মুমিন, মুসলিম,মুজাহিদ বললে কথা মুখটি ধরো চেপে
অত্যাচারের খড়্গ রাঙ্গা কৃপণ উঠলো ধরা কেঁপেকেঁপে।
দূবর্লের মতো নিরুৎসাহে খুঁজছো তুমি এ কেমন প্রগতি?
সৌর্য বীর্য সব হারিয়ে দেখাও তুমি মোদের শুধুই দূর্গতি।
ওরে মুনাফিকের দল আয়রে ফিরে খোদার ছায়াতলে
বারে বারে ডাকছে প্রভু ক্ষমার তরে মাফ করবে বলে।
তোদের মরীচিকার এই ক্ষনিক জীবন মোহ মায়ায় ভরা
হাতের নাটাই ছেড়ে দিলে ছুটবে ঘুড়ি খালি রবে এ ধরা।
রোজ হাশরে বিচার দিবসে খাঁটি মুমিন হিসেবে পাকা
সময় ফুরালে হয় না সাধন দেখুন তোদের হিসেব ফাঁকা।