মৃত্যুর খাঁট (২১১৬ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৪-২০২৩
=====================
মসজিদে ঝুলানো আছে মৃত্যুর খাঁটখানি
কখন উপস্থিত হয় ঘরের আঙিনায় জানি।
ধরাধরি করে সবাই খাটের উপর শোয়াবে
গরম জলে সাবান দিয়ে শেষ স্নান করাবে।
সাদা জামা পড়াইয়া খাঁটের পরে শোয়াবে
আতর গোলাপ সুগন্ধি গায়ের পরে মাখাবে।
ধরাধরি করে সবাই খাঁটিয়া নিবে বাগানে
মাটির নিয়ে শোয়াইবে কাঁদবে কত স্বজনে।
বাঁশের চালি কলা পাতায় ঢাকবে মাটি দিয়া
আপন জন ভয় পাইবে আসবে ফাঁকি দিয়া।
এতদিন যারা আপন ছিলো সব যে পর হবে
কিসের স্ত্রী কিসের সন্তান সব যে দুরে রবে।
কাঁদবে শুধু মা আর বাবা ক্ষনেক ক্ষনেক ধরে
কবরের খবর কেউ নিবে না কয়েক দিন পরে।