মধুর প্রেম -৬ (২৪৯৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৫-২০২৪ ইং
=================
ইচ্ছে করে তোমার সাথে
বেঁধেছি সুখের ঘর,
তুমি আমার সুখের স্বপ্ন
কখনো ভাবিনি পর।

মনের মাঝে প্রেম জাগে
তুমি আমার প্রিয়া,
দু:খের নীরে জ্বলবে বাঁতি
প্রেমের আলো দিয়া।

সুরের ছন্দে রূপের গন্ধে
সুবাসের নেই শেষ,
রূপ অপরূপ মনের স্বরূপ
রঙিন রূপে বেশ।

ফুল ফুটিয়ে পাই কি গন্ধ?
হাতে নিলে ফুল তুলি,
বিনাশ্রমে পাবে না আপন
পাবে না কুসুম কলি।

মধুর প্রেম রেখেছি জ্বেলে
চলে গেছে ভিনদেশী,
জীবন প্রদীপ নিভে বন্ধু
তুমি দেখা দিও আসি।