মিষ্টি পান (২১২৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৪-২০২৩
💚💚💚💚💚💚💚
মিষ্টি পানে এত মিষ্টি,
       কে দিলো গো জানো?
             মিষ্টি পানের মধুর রস
                   না খাইলে কি মানো।
                         🔺হাউস করে আজ দিল
                      তাহারে মিষ্টি জর্দার পান,
               জিজ্ঞেস করলে সখী বলে
  হবে ভালোবাসার টান।
      🔺ভালোবাসার টানে মুখখান
             দেখুন রঙিন লালে লাল,
                    শাহজাহান মমতাজের মত
                            আজ গড়িবো তাজমহল।
                    🔺পানে ঠোঁট লাল হইলো যে
              দেখ,মন কি রঙিন হলো?
        এই প্রশ্নের উত্তর সখী
কোথায় পাবো বলো?
      🔺হিতে নাকি বিপরীত হয়
             সেটাই দেখার ব্যাপার
                  এই পান খাওয়াতে ছিল
                         যোগ্য একজন র‍্যাপার।
                     🔺বাঁশি ফুকায়নি কল দিলো
                    ভুল শোধরাবে নাকি,
            ষোল কলা পূর্ণ করতে
মিষ্টি পান দিলো নাকি।


রচনার কালঃ- ২৮-০৪-২০২৩ ইং অপরাহ্নে,স্মরণীয় দিনে