মায়ার আঁজাম(২১০৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৪-২০২৩
====================
মেয়ে বলে তুমি হয়েছো ধন্য
জননী এবং জায়া,
তোমার জন্য প্রেম ভালোবাসা
স্নেহ, মমতা, মায়া।


তুমি ভগিনী কত সুন্দর অবনী?
সৃষ্টি তোমারে লাগি,
তুমি সাজালে ধরণী ব্রতা রমণী
নর তোমার জন্য জাগি।


তোমার জন্য সুন্দর ধরণী ধন্য
সেবায় কত কন্যা,পুত্র?
সৃষ্টির শয়ানে উঠুক নব ধেয়ানে
বাঁধিয়াছে মংগল সুত্র।


বার্ধক্যের হিয়ায় দহনের পীড়ায়
তুমিই সেবা যত্নের মাতা,
প্রীতির বন্ধনে বাঁধিয়াছো সদনে
প্রীয়তি বোন ননদ ভ্রাতা।


তুমিই মঙ্গল তুমিই কল্যানকামী
দুঃখের ভেলায় কায়া,
সুন্দর এ ভুমে সংসার তরণী
বিছিয়েছ শান্তির ছায়া।


সুন্দর ধরার আধো পুরুষ বাড়ায়
আধো ক্ষৌনীতে নারী,
তবুএ বিকাশে সুন্দর ভুম প্রকাশ
নারী লাঞ্চনার মহাজারি।


তুমি হও লাঞ্চিত তুমি হও বঞ্চিত
তুমি ধর্ষিতা কাম শরে,
কত কষ্ট দিয়ে সংসার পরিচালনা
জীবন দিয়ে নারী মরে।


শাসন শোষণে জীবনের  দহনে
সয়ে নিছে নারী ব্যথা,
বিশ্ব এ ভুমে সাজালে কত সৃজনে?
মিষ্টি মধুর মধুর কথা।


অধিকার আদায়ে এসেছে সময়
পথে নেমে যাও নারী,
হয়ে যাও কঠোর নয়তো বিনয়
প্রতিবাদের ধ্বজা ধারি।


মুক্তির জন্য আন্দোলন করো
দাওয়াত দাও চারিদিকে,
চালাও দমন যুথের দানব দূতের
শোষনের আধিক্য ফিকে।


হোক অবসান ঊড়ুক জয় নিশান
জেগে উঠো রমনী বালা,
চারিদিকে আজ সাজ সাজ রব
দীপ্তি আশার আলো।