মাটির মমতায় বড় হয়েছি-
           মাটিকে আঁকড়ে ধরে,
        মায়ের আদরে স্নেহের ডোরে,
           মাটির মমতা আর সোহাগে।
         আচার খেয়ে হুমরি খেয়ে--
             মাটিকে কামরে ধরে,
         এই মাটিতেই ভর করিয়া,
               হাটছি সোজা হয়ে।
        এই মাটিতে সোনা ফলিয়ে-
            জীবন আতিপাত করি,
         মাটির কোলে মায়ের আদরে,
               মোরা জীবন গড়ি।
         মাগো,তোমাত কোলে শান্তি পেয়ে-
               তোমার পায়ে মাথা ঠেকাই,
          তোমার পরশে শান্তি পেয়ে,
             গায়ে ধুলো বালি মাখাই।
          মাটির স্নেহে সবুজ শ্যামলে--
              মায়ের কোলে বাস করে,
          জনম ধরে মাথা ঠেকাতে চাই,
               মায়ের পায়ের তলে।
          মাটি তুমি যদি বিগরে যা--
               কোথায় ঠেকাব মাথা,
           রাগ করনা মেঠো পথের বন্ধু,
                 তুমি যে চির চেনা।