লোকসান (২১০৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১১-০৪-২০২৩
================
তরমুজ চাষি ক্ষতিগ্রস্ত
লোকসান মাথে লইয়া,
তিন মাথে ঝিমাইতেছে
ঘরের হগলডি বইয়া।


আসল গেছে ঋণ হইছে
কত লক্ষে লক্ষে টাকা?
দোকানী তাগেদা দিচ্ছে
পালিয়ে যাইবে ঢাকা।


কিস্তির টাকা নেই  ঘরে
সাহেব বউরে জ্বালায়,
মাঝে মাঝে কিস্তির জন্য
ঘরের মধ্যে পলায়।


কোন চাষির মাথা খারাপ
পলাইয়া যাবে কেহ ঢাকা,
কিস্তির টাকার তাগেদায়
ঘর পাইবে সাহেব ফাঁকা।


চাষি দিশেহারা হয়ে গেছে
কি করবে ভেবে পায় না,
ঋণের টাকার জন্য কেহ
ভাত পানি যে খায় না।


বিদ্রঃ-আমার এলাকা তরমুজ চাষের জন্য বিখ্যাত,এ বছর বৃষ্টির কারণে সব ফসল শেষ,তাই চাষির জন্য একটু
বেশি বেশি লিখলাম।