ছুটির দিনে ইচ্ছে হল-
     ঘুড়ি উড়াই আমি,
তাই ভেবে বাজার হতে,
    রঙ কাগজ আনি।
দাদুরে বলি ওগো দাদু-
    আমায় দিবে তুমি,
সুন্দর একটি ঘুড়ি বানাইয়া,
   সব ছেলেরা ঘুড়ি দেখে,
   থাকবে এক ধ্যায়ানে চাইয়া।
দাদু দিল ঘুড়ি বানিয়ে-
     মনের মত করে,
ওই ঘুড়িতে গাঁয়ের ছেলেদের,
     মন যে নিল কেড়ে।
গাড়ীর সুতা আনিলাম আমি-
    গাঁয়ের বাজারে গিয়ে,
উড়াইয়া দিলাম ঘুড়ি আকাশে,
    হাতে লাটাই নিয়ে।
আমার ঘুড়ির সাথে যুদ্ধ করি-
     হাবির ঘুড়ির সাথে,
কোপাইয়া খেলা করার সময়,
    সুতা গেল যে ছিড়ে।
বেজার হয়ে ফিরে আসি-
    লাটাই হাতে নিয়ে,
আচ্ছা করে মায় মারে,
    বাঁশের টুনি দিয়া।