পৃথিবীতে ছিলাম কত দামী-
     স্ত্রী বলবে না আমায় ওগো স্বামী,
ছেলে মেয়ে ডাকবে না বাবা বলে,
    মা-বাবা বলবে না খোকা আয় কোলে।
কত বাড়ী,কত গাড়ী করিলাম আড়া-আড়ি--
   মন বলে আর করি, আশা হইল না শেষ,
জমি জমা করিলাম কত হইল না তার শেষ।
যেদিন আমার বন্ধ হইবে শ্বাস-
     মৃত্যু এসে করিবে আমায় গ্রাস।
আত্মীয় স্বজন ডাকিবেনা নাম ধরে-
    বলিবে সবাই সালাম মাষ্টারের লাশ।
সেদিন সবাই হয়ে যাবে পর-
    আপন হইবে সেদিন অন্ধকার কবর।
আমার নাম সালাম মৃত্যুর পর থাকিবে না
                                        কালাম-
   লাস হয়ে যেতে হইবে অন্ধকার কবরে।
যাদের কে রেখেছি বুকে ধরে-
   তারাই তারাতারি রাখিবে অন্ধকার কবরে,
হয়তঃ আমার কথা পরিবে না তাদের মনে-
  হায়রে জীবন এ যে মিছে মায়া খেলা,
ক্ষনিকের তরে ভোগ বিলাসের মেলা।।