অনেক দিন আগের এক কৃপনের-
    কথা মনে পড়ে যায়,
তাইতো তাকে মনে করিয়া
      বারে বারে হাসি পায়।

জুতা কিনিয়া এক ভদ্রলোক-
  পথ চলিতেন বোগলে নিয়া,
পূরাণ হইয়া যাইবে ভাবীবা  
  খালি পায়ে চলিতেন হাটিয়া।

বেড়াতে গেলে জামা খুলিয়া-
   পথ হাটিতেন খালি গায়ে,
কাছাকাছি গিয়া জামা গায় দিতেন    
     পূরণ হয়ে যাবার ভয়ে।

ক্ষুধা লাগলেও ভাত খেত না-
      চাল যাবে কমিয়া,
রোদের সময় ছাতি বুজিয়ে চলিতেন
   ভাবে রঙ যাবে জ্বলিয়া।

অনেক দিন আগের কথা-
     শুনলে হাসি পাবে,
কৃপনের কিপটামী এবার
     যাব একটু বলে।

হাসি দিবেন না প্রিয় বন্ধুরা-
      শুনিলে হাসি পাবেন,
মনোযোগ দিয়ে ওই কৃপনের
       গল্প শুনে যাবেন।

একদিন ইলিশ মাছ কিনিলেন-
    আশা করিয়া দশ টাকা দিয়া,
এত দামের মাছ কেমন করে
     একারা খাইবেন ভাজিয়া।

পাশের ঘরের ভাইকে বলিলেন
      ওগো হেলেনার বাপ,
দশ টাকা দিয়া ইলিশ কিনিয়া,
      পড়েছি মহা বিপাক।

বাড়ীর পাশের কৃপনের ভাই-
     সু-বুদ্ধি দিয়ে দিলেন,
বহুচিন্তার পর বুদ্ধি খানা তার
     মনের সাথে মিলিলেন।

ইলিশ মাছটি ভাজিয়া তেলে-
    রোদ্রে ঝুলিয়ে রেখে,
স্বাদ জাগিলে খাওয়ার আশে
      ছায়ায় চাটা দিবেন।

এই যুক্তিটা মনে লাগিয়াছে-
     কৃপনের কিপটামিতে,
শীতের সময় লেপ কিনে না
   ধ্যাতরা খ্যাতা দেয় পিটে।