কৈতব সাধু (২৪৮০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৪-২০২৪ ইং
==================
সুশীল সমাজে সাধু সাজিয়া
ভাবসাব সাধুর সংগে,
সমাজে সাধু যে কত প্রকার?
দেখায় সে নানা বঙে।


সাধুর বেশে দাপিয়ে  চলছে
এ সুন্দর বাংলাদেশে,
সুযোগ পেলে সব কেড়ে নেয়
সাধুর যাদু ভালোবেসে।


পিতামাতার চেয়ে সাধু আপন
চরণ ধোঁয়া পানি খায়,
এই বাংলাদেশে বাবা অসহায়
সাধু সে খবর কি নেয়।


সাধু সাজিয়া দখল মসনদটি
নাম তার রত্নসিংহাসন,
এক কথায় তাকে ডাকে বাবা
ভাবছে যাদুর মহাজন।


বহু রঙ্গের ঢঙ্গে সাধু সাজিয়া
দেখায় হাজারো খেলা,
রঙ্গমঞ্চে অনুভুতি ফুঁড়াইলে
যাদুর সাঙ্গ যাইবে বেলা।


কড়ায় গন্ডায় হিসেব কষে দেখ
সাধুর বেশে ঠকাইলি কত?
সাধার নামে যত নালিশ টালিশ
ভক্ত বৃন্দের দ্বারা শত শত।


বটতলায় ওরা ধ্যানে মগ্ন হচ্ছে
বিবেক ত্যাগ অত্যাচারে,
হক কথা বলার ওই সত্য সাধুকে
সম্মান করো মিষ্ট ব্যবহারে।


আগে পিতামাতাকে ভালোবাসো
জন্মের সত্যতা হোক স্বার্থক,
ভালো মানের সাধু সন্নাসী পেলে
অবহেলা করো না অনার্থক।


পারলে ক্ষুধাহীনকে অন্ন বিলাও
যা যাবে না কখনো বিফল,
ধর্মের বানীর সংস্পর্শে থাকিলে
মন থাকে সদা হাস্যেজ্জল।