কবিতা পাঠে অনিহা(২০৯২ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের  কবি)
২৭-০৩-২০২৩
**********************
পরখ করে দেখছি আমি
কবিতার পাতা খুলে,
এখন আর পড়তে চায় না
ওরা কাব্য গেছে ভুলে।


ফেইজবুক খুললে দেখা যায়
লাইক কমেন্ট শেয়ার,
মেয়েদের ছবি পোস্টে প্রচুর
কাব্যে কেহ নেই দেয়ার।


পর্ণ ছবিতে মার্কেট সয়লাব
কবিতার ও ছড়াছড়ি,
দুঃখের বিষয় কবিতা পড়ে না
প্রেম নিয়ে কাড়াকাড়ি।


প্রেম নামিয় কবিতা  লিখলে
সাধারণ পাঠক তা পড়ে,
অন্য বিষয়ের কবিতা দেখলে
বলে পড়বো সময় করে।


শিক্ষিতের হার অগনিত হলেও
কাব্য সাহিত্যে নেই ঝোক,
পাঠক হৃদয়  থাকে অন্যমনস্ক
তাতে কবিহৃদ পায় শোক।


কাব্য সাহিত্যের মাঝে শিখনিয়
সমাজ দেশের হালচাল,
কেহর সাহিত্য যদি হয় অনিহা ভাব
অজ্ঞতায় কাটবে কাল।