জীবন একটা চলমান নদী-
    যার জোয়ার ভাটা আছে,
কখন হবে মহাজোয়ার,
    আবার কখন মহাভাটা হবে।


নদীর আছে মরাকাটাল ভরাকাটাল-
    জীবনের সুখ-দুঃখ আছে,
জীবনের বাঁকে ধরা খেলেই,
     ষোল আনাই মিছে।


হেলায় হেলায় দিন যে গেল-
   আসল কাজের হল কি?
সময় মত কাজ না করলে,
    হবেই বিপদগামী।


ষাট গেল,সত্তর গেল-
   বয়স গিয়েছে কমে,
কখন যে তোমায় আক্রমন করবে,
   মস্ত বড় যোমে।


কাজের সময় কাজ না করে-
    ঘুরছো মহানন্দে,
শেষ বেলাতে কাজের জন্য,
    পাগল হয়ে কি লাভ আছে।


জীবন যে শুধু কচু পাতার উপর-
     টলমলে সাদা পানি,
একটু নাড়া পড়লেই পানি,
     গড়িয়ে পড়বে জানি।


যৌবন গেল টানা-পোরাণে,
    বৃদ্ধ হয়েছি চিন্তায় চিন্তায়,
অবহেলায় শেষ বেলায়,
   জীবন প্রদীপ নিভু নিভু প্রায়।


চুল দাড়ি পেকে সাদা হয়েছে-
    আয়ু এসেছে কমে,
এই চিন্তায় রাতে ঘুম আসেনা,
   কখন খপ করে ধরে যোমে।


মনের মাঝে কত যে আশা-
    শুধু হাবু-ডুবু খায়,
সেই আশা মোর ভেস্তে গেল,
   অন্ধকার কবরের চিন্তায়।।