বহতা নদীতে ভাসাইলাম তরী-
    সামনে ঢেউ আসে বারে বার,
চেষ্টা করিলেই পিছনে ফিরে,
     আসিতে পারিবে না আর।
পিট-পিটিয়ে আমার এ তরীখানা-
     সামনে প্রবাহমান,
আগায় পাছায় আছে শুধু,
      যাত্রী হিসেবে আমার জীবন মান।
ভাবনা ছিল এই ধরাতে-
     নাটক মঞ্চায়ন করব রঙমঞ্চে,
সময়াভাবে সব কিছু মোর হারিয় গেল,
     নাটক মঞ্চায়নের আগে।
ঝলমল রঙ্গমঞ্চে দিব দিব পা-
ফসকে গেল পথের মাঝে,
      আমার অভিষ্ঠে রাখা পা।
ওরে মন তুই কথা শোন-
      তুই কেন চতুররঙে দৌড়াও,
জীবন প্রদীপ নিভু নিভু প্রায়,
    তুই শুধুই ভুলের বাড়ী বেড়াও।
শেষ বেলাতে ভেবে দেখিলাম-
     আমার সব কিছুতেই ভুল,
পরিনিতিতে দিয়ে যাচ্ছি,
      আমার ভুলের মাশুল।
শান্তিতে কি থাকিতে পারিব-
    দশ নং বিপদ সংকেত কালে,
সময়ের স্রোতে আমায় ফেলে,
      যখন সবাই চলে যাবে।
প্রিয়জনের হদিস মিলবে না-
      যারা আমার ছিল আপন,
অসময়ে ভুলের মাঠে,
     ভুলের বীজ করেছি বপন।