দূর্বার গতিতে এগিয়ে চল-
    জীবন যুদ্ধক্ষেত্রে,
আত্মশুদ্ধি বন্ধুত্বের বন্ধন,
    পাশা পাশি নিতে হবে।
অচিন্তন দেহে চেতনার অভাব-
   দূর্বল দেহভাগ,
মানসিকতার অভাব এদেহে,
  যদি পরিলক্ষিত হয়।
যেমন খুশী তেমন সাজ-
  অস্ত্র হাতে নিয়ে,
হাতের সম্বল হারেলে তুমি,
  বিভাগী পথে পথে।
সাহসিকতাই বীরত্বের বল-
    অস্রের চেয়েও শক্তি,
বুলেট যেখানে ফের মারিবে,
   মনোবলই আত্মশক্তি।
জীবন যুদ্ধে শত্রু বাহিনী-
   কোন ভাবে অন্দরে প্রবেশ করে,
জয়ের জন্য যত চেষ্টা কর,
    সবই বিফলে যাবে।
মীর জাফর বিশ্বাস্থতার সুযোগ নিয়ে-
    প্রবেশ করেছিল নবাবের অন্দরে,
ফলশ্রুতিতে ফেল মেরেছে,
     নবাবের বিশ্বস্থ বাহিনী সবে।
প্রত্যেকের জীবনে শত্রু আছে-
    সিরাজুদ্দৌলার মত,
জীবন তোমার অস্ত যাবে,
   মসনাদ হারাবে কত?
ক্ষীণ দেহ আর দূর্বল চিত্তে-
    জীবন যুদ্ধে অংশগ্রহন হয় দূর্বল-
এ দেহ 'ত' সে দেহ নয়,
    বীর চেংগীস খানের মত।
আত্মবিশ্বাস হারিয়ে ফেললে-
    জীবন যুদ্ধে ফেল,
যত খেলা  খেলনা কেন?
  পরিশ্রম  যাবে বিফল,
সাহস নিয়ে এগিয়ে যাও-
  আত্মবিশ্বাস রেখ মনে,
ঝড় তুফান যতই আসুক,
   পিছন দিয়ে পালাবে।।