কলেজ ছুটির পড়ে একটি ছেলে-
      গেটে দাড়িয়ে থাকিত,
আমরা ক'জন হেটে চলিলে,
      ছেলেটা সাথেই হেটে চলিত।
মাঝে মাঝে আমায় নিয়ে-
      পিছে পিছে নানা কথা বলে,
রঙ বেরঙের কথাগুলো,
      মেয়ের মনে আচ করে।
এমনি ভাবে অনেক দিন-
     কথাগুলো আমার কানে শুনি,
কথাগুলো শুনে মনেহয়,
     আমার সাথে মিশে গেছে উনি।
ইচ্ছে নয় রে কথা বলার-
      তবুও এমনি ভাবে কথা বলে,
কথাগুলো শুনে আমার শরীর,
       আগুনে মত জ্বলে।
হঠাৎ একদিন সামনে এসে-
     আমায় বলে কি?
তোমায় আমি ভালবাসি,
   মনপ্রান দিয়ে তাও বুঝ নি।
আপনাকে আমি ভালবাসি না-
     আমার ছাপ কথা,
যেথা হতে এসেছেন এখানে,
     চলে যাবেন হেথা।
এমনি ভাবে কলেজ গেটে পথের মাঝে-
      আমায় বিরক্তি করে,
ভালভাসার তরে ফোন নম্বর দিতে চায়,
     আমি সুযোগ দেইনি তারে।
একদিন প্রভাব খাটাইয়া জোর দেখাইয়া-
    আমায় বলে ওগো বিথী,
আমায় ভাল না বাসলে তুমি,
   তবে ধরিয়া নিব এখনি।
মনে আমার সাহস ছিল-
     সাথে ছিল ক'জন,
আসে পাশে চেয়ে দেখি,
    ওরা সংখ্যায় নয়জন।
ওদের সাথে মোদের সাথে-
   বাক-বিতন্ডা হয়,
কি করব কি ভেবে পাইনে,
    মনের মাঝেও ভয়।
হাটতে আছি দু'গ্রুপে-
     হয় কথার কাটাকাটি,
হঠাৎ করে হাতের কাছে,
   পেলাম একখানা লাঠি।
পিটান দিলাম লাঠি নিয়া-
    ওরা ভয়ে দিল দৌড়,
পথে ঘাটে বিরক্তি করলে,
   মান ইজ্জত যাবে তোর।
সভার কাছে আমার ভুমিকা-
  রেখে যেতে চাই,
ইভটিজিংয়ের ভাল ঔষধ,
   এর চেয়ে ভাল নেই।
এই ঔষধ সুযোগ বুঝে-
    প্রয়োগ করবেন সবে,
ইভটিজিং এর নাম লইবে না,
   ছেলেরা ভাল হয়ে যাবে।