হতাশায় ডুবান্ত দেশ (২১২৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৫-২০২৩
====================
বড় আশার বাণী বুকে বেঁধে
সোনার দেশ পেলাম দান,
অসীম প্রভুর করুণার দ্বারা
গাই দেশপ্রেমের জয়গান।


হৃদয়ের মাঝে জাগবে পুলক
সবুজ শ্যামল মাটির বুকে,
সোনার মাটিতে সোনার ধান্যে
মানুষ থাকবে মহাসুখে।


দেখুন চারিদিকে কি ঘটে যায়
সাহস শক্তির ভালাই নেই,
মেতে উঠলে আর কি হবে যে
যদি হারিয়ে ফেলে খেই।


যদি আশে পাশে ঘটে হুলুস্থুল
ভয় ডরে আতঙ্কে হয় দুঃখ,
কথা বলার আর সুযোগ নেই
সেসম হারিয়ে ফেলে সুখ।


যেথায় নীতি বাক্যের  ভালাই নেই
সদায় লাগে ভর আর ডর,
মরণ যদি এসেই যায় নিকটে
তখন হৃদ মাঝে ধড়ফর।


সাহসের সহিত শুনবে কেহ রে
আসল খাঁটি কথার বোল,
ইশারা ইঙ্গিতে আর চোখের জোর
মুখে চাপে এক আঙ্গুল।


না জানি কেহ যদি ঝাঁপিয়ে পড়ে
লাফ ঝাঁপ দিয়ে ঘাড়ে,
হৃদ মাঝে কম্পন শুরু হয় যে
জানটা নেয় যে কেড়ে।


তামাশা দেখে নয়ন ঘোরায়
জুলুম বাজদের হাট,
জ্বলে পুড়ে যায় হৃদয়ের মাঝ
বহে চোখে অশ্রুপাত।


দেশের মানুষজন ভুলে গেছে
হাসি কান্নার দিনক্ষন,
বোবা বধিরের অভিনয় করে
দেশের জ্ঞানীগুণী জন।


বড় সাহেব হয় নমনীয় ভাব
বলেন রাগন্বিত ঠোঁটে,
ক্ষমতা পেয়ে হাটুগেরে বসে
দেশ জনগণের ভোটে।


এম পিও শিক্ষকদের মূল্যায়নে
বেতন বোনাসে বৈষম্য,
সরকারের চোখ নাকি রোগাক্রান্ত
কেন করে হয় না বোধগম্য।


সেবার নামে চুষে খাবে যারা
গরীব দুঃখীর শ্রমরস,
মিষ্টি কথার ভুলি ছুঁড়ে দিয়ে
দেশ জাতি করবে বশ।


নেতারা দেখায় দিনের আলো
শুনায় গনতন্ত্রের বাণী,
সেবা করবে সুখ-দুঃখ দেখবে
মুছে দিবে চোখের পানি।


রাজকোষের খবর লুকিয়ে রাখে
জনসাধারণের মাঝে,
নীলান্তরে শোনায় শান্তির বাণী
নকল সুরতের সাজে।


মানুষ শুনছে কত আশার বাণী
মন প্রাণ খুলে যত,
হেথা চাঁদের বুড়ি চড়কা কাটে
রম্য কাহিনির মত।


এই দেশে আজ বিলিন প্রায়
জনগণের ভোট রীতি,
মঞ্চে কত সেবার হাট বসে?
নেই জনতার জয়গীতি।


যারা ভালোবাসে দেশের মাটি
জানে সোনার চেয়ে দামী,
শূন্যের কোটায় দেশ কোষাগার
আজ দ্রব্যের মূল্য ঊর্ধ্বগামী।


এই দেশে আছে যত জ্ঞানীগুণী
যত দেশপ্রেমিক বীর,
মিথ্যা অভিনয়ে সব ভেসে গেল
নিম্নগামী নেতার শীর।


দেশের হালচাল লিখতে গেলে
কাগজ কলম কালি শেষ,
হতভাগা আজ বিশ্বের মাঝে
আমার সোনার বাংলাদেশ।