হায়রে তরমুজ(২০৯৪ তম)আঞ্চলিক ভাষায়
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০৩-২০২৩
======================
যম্মের মত বৃষ্টি অইছে মোগো বরগুনায়
তরমুজ চাষি কাঁদতে আছে দেখুন কোলায়।
তরমুজ ক্ষেত ডুইব্বা গেছে বৃষ্টির পানিতে
ফল দেইক্কা ক্ষতির কথা না পারে মানিতে।
মেশিন দিয়া ইচতে আছে মোগো বাদুইল্লা
হেই দেইক্কা ফুইল্লা রইছে অগো বাবুইল্লা।
এত সুন্দর গাছ হইছে দেইক্কা ভালো লাগে
বৃষ্টির পানতে ডুইব্বা গেছে মনে কষ্ট জাগে।
ফাগুন মাসে কষ্ট হরছে চৈত্র মাসে পুইড়ড়া
ভালো ফল অইলে চাষির ভাগ্য যাবে ঘুইরড়া।
দেন দরবার কইরা চাষি তরমুজের চাষ করে
কদিন পরে বেইচ্চা তরমুজ টাহা আনবে ঘরে।
এনজিও হতে ঋণ এনে মাসে কিস্তি দিতে অয়
ডুইব্বা গেছে হেইয়া দেইক্কা মাথা গুইররা যায়।
মুই কেমন কইররা কিস্তি দিমু,অইয়া গেছি শেষ
বউ যে টাহার জাবিনদার ছাড়তে হবেনে দেশ।
হারা রাইত গাবলাইদা ইচমু বাইন্দা মাতে গামছা
রাইত পোয়াইলে দেখমু আনে কত দালাল চামচা।
আল্লার নাম লইয়া সবাই পানি এচতে লাইগা যাই
জম্মের ইচা ইচ্ছা পানি ক্ষেতটারে হালামু হুগাই।
রৌদ ওটলে হুগাইয়া যাইবে গাছ অইবে তাজা
লাকে লাকে বেচলে তরমুজ মুই যে দেশের রাজা।
মোর লগে পারবে কেডা পোয়াডা বিয়া হরামু
ভালো একটা পোলা পাইলে মাইয়াডা বিয়া দিমু।
পাকা হইররা ঘর উডামু এমন আশা মোর ছিলো
প্রভুর দেয়া বৃষ্টিতে মোর সব আশা ভেস্তে গেলো।