হারামজাদার উপধি (২১৩৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৫-২০২৩
=======================
ভাবছি হারামজাদার উপধি দিব
নাম করণ খুঁজে পাই না,
মোনাফেক,গুণ্ডা,শয়তান বদমায়েশ
লোক এই সমাজে চাই না।


সাধু সেজে যদি বেহায়াপনা করেন
বেয়াদব লিস্টে নাম লিখান,
সমাজ পতি হয়ে এই উপধি  থেকে
সমাজের মানুষকে কি শিখান?


বন্ধু,বেয়াদবের কাজ বেয়াদবি করা
ঘোলা পানিতে মাছ মারা,
এ সমাজ কিন্তু আপনার কর্মকেও
মানছে শুধু যে দায় সারা।


মঞ্চে নাটক শুধু অভিনয়ের উপর
কৌশল ভাবভঙ্গি তার মূল,
কানা লোকেরে শুধু হাইকোর্ট দেখান
একদিন হবেন সমাজে চক্ষুশূল।


আপনি নিজেকে নাকি বড় ভাবেন
দেখুন লোকের অনুভুতি কি?
বেয়াদব কিন্তু পানি ভাতের উপর
সর্বদা ঢালে গরম গরম ঘি।


বেয়াদব মান সম্মানের দার ধারে না
স্নেহ শ্রদ্ধার লালন করে না,
মনের ভিতর শুধু হারামজাদাপনা
দেখায় বেয়াদবের ভাবখানা।