ঘুটঘুটে মেঘ (২২২৭তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৮-২০২৩ ইং
***************************
কদিন শ্রবনের আকাশে দেখি
ঘুটঘুটে মেঘের সারি,
দিনিরাত বৃষ্টি পড়ে মুষল ধারায়
সারা বাংলা গেছে ছাড়ি।


মেঘেরা ছুটে চলছে মাথার উপরে
এই দেখি আবার দেখি নেই,
টাপুর টুপুর বৃষ্টি পরে কলসে কান্দার
বউ পালানো বৃষ্টি নাকি তাই।


সবাই মনে করে আকাশ ফুটো হইছে
বারি ঝরে খামখেয়ালির বশে,
কালো মেঘ আবার গোপনে লুকায়
কোন গহীন নীল আকাশে।


এক পাকে মেঘ ঘুরে বেড়াইতেছে
বাংলাদেশের আকাশ সব,
মাঝে মাঝে আঁচল নেড়ে বিদ্যুৎ চমকায়
নীরবে নেই কোন কলরব।
  
মেঘ কনেরা আপন মনে নিজ খেয়ালে
মাঝে মাঝে নিজের দূর্গ গড়ে,
আপন হাতে মেঘ ভাঙ্গিয়া ফুটো করে
বৃষ্টি পরে যখন ইচ্ছে মত করে।


শ্রাবণের দিনে মন গগনে মনটা আমার
যাযাবরের মত লাগাম ছাড়া,
সতত কালো মেঘ হয়ে ঘুরে বেড়ায়
বিবাগীর মত হয়ে বাঁধন হারা।


কালো মেঘের সাথে জুড়েছে যেন
নানা রঙে কল্পনার এক সাধ,
বিরহ বেদনা পালিয়ে বেড়ায় যেন
ছিঁকলে বাঁধা মন দিনরাত।
    
বিদ্রঃ আজ বিকালে মুষলধারে বৃষ্টির সময় দোতালায় নাকে বসে একটু লিখার চেষ্টা।