গাঁয়ের ঘটক (২১১৫তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৪-২০২৩
=================
গাঁয়ের ঘটক এস মুসুল্লি
মেস্তুরী তার পেশা,
ছোট থেকেই ঘটকালিটা
হয়েছে তার নেশা।


কাজের ফাঁকে খবর জানে
কার ছেলে কার মেয়ে,
ফুর্সুত পেলে ছুটে বেড়ায়
ঘটকালির কাজে ধেয়ে।


নয় ছয়তে মিলাইতে চায়
ঊনিশ বিশেতে নয়,
এই কথাটা প্রায় লোকই
মুখেমুখে বলে বেড়ায়।


হাছায় মিলায় কথা বলে
তালকে করে তিল,
যাহা বলছে তাহাতে তার
শক্ত অবস্থানে দিল।


তবে চারিদিকে শুনতে পাই
যে বিয়া ঘটাইছে,
সে বিয়া নাকি টিকক্কা গেছে
সন্তানাদি ও হইছে।


ঘটকালিতে পারদর্শী হইলেও
ছুতরে তেমন ভালো নয়,
এই দুই কাজেতে দরকার হলে
গাঁয়ের মানুষে বোলায়।