ফরজের ধার ধারে না ( ২১১তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৪-২০২৩
°°°°°°°°°°°°°°°°°°°°°°
ফরজের ধার ধারে না
           নফল নিয়ে টানাটানি,
কেন এমন বৈরী ভাব?
          তাই নিয়ে হানাহানি।
          
ওয়াক্তিয়া নামাজ পড়ে না
          সব গুলো রোজা রাখে
সেহরি ইফতার পর্যাপ্তমত
         পারফিউম গায় মাখে।


জুমার দিনে নতুন পোশাক
         জায়নামাজ সবার সামনে,
লজ্জা শরম থাকলে বেটা
         তোরা সামনে বস কেমনে?


ফরজ হুকুম মানতে নারাজ
         জানাজা নামাজ ছাড়ে না
কোরবানির হুকুম হইলে কেহ
        নানা অজুহাতে করে না।


যাকাত সদকার হুকুম থাকলে
       না দেয়ার বিধানগুলো খোঁজে,
এমন ভাবে মাসায়েল দেয় যে
       মুফতি মাওলানা যা না বোঝে।


রোজা রাখে না ঈদের মার্কেটে
         বাজারে কেনাকাটার ছড়াছড়ি ,
নতুন নতুন পোশাক কিনতে
         বাবা মাকে করে কড়াকড়ি।