একই উপদানে তৈরি (২১৩২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৫-২০২৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ভিক্ষার ঝুলি আর টাকার থলে
একই উপদানে তৈরি,
উভয় থলের কাজ একই কিন্তু
কেন করো তবে বৈরী?


তারা একে অপরের ঘনিষ্ঠজন
অবস্থানে  আপনজন,
তবে ইহার মধ্য পার্থক্য করতে
কেন করো এত গুঞ্জন।


বিত্তশালীর মন আর মগজ সব
অবস্থান টাকার মায়ায়,
লোভের বশে চুরি ডাকাতি করে
একই উপদানে লুকায়।


টাকা আসলে হাতের নাগালে নাকি
মা-বাবা,স্বামী স্ত্রীকে ভুলে,
স্বার্থের জন্য টাকা প্রাপ্তির নেশায়
শত্রুকেও বন্ধু কোলে তুলে।


আজ যায়া গরীব,ফকির,মিসকিন
কাল হাতে টাকার থলে,
থলের পরিচয় কিন্তু একই পথ্যে
দেশবাসী সবাই বলে।


মানুষের টাকার নেশায় পাগলপারা
আবার  টাকা মহামারী,
একের পকেটের টাকা অন্য পকেটে
গেলে করে যে বাড়াবাড়ি।


ধনী গরীবের স্থান সমাজের দুইপ্রান্তে
আছে তাদের সুন্দর মন,
ধনীদের সাথে ধনীদের হাতে হাত
রেখে করে আলিঙ্গন।