একাত্তরের কালোরাত্রী (২০৯১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৬-০৩-২০২৩
***********************
ওরা সেই কালো রাত্রীতে চেয়েছিলো
একটি জাতিকে নিশ্চিহ্ন করে দিতে,
ওরা রাতের আঁধারে হায়নোদের মত
থাবা মেরে লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিতে।


ওরা চেয়েছিলো স্বাধীন সার্বভৌমাত্ব
ছিনিয়ে নিয়ে রক্তের হোলি খেলবে,
একটি জাতিকে মেরুদণ্ডহীন করেই
স্বজাতিকে নিয়ে দাবার গুটি চালবে।


তাইতো হায়নাদের দল গভীর নিশিথে
ঢাকার অলিগলিতে রেড সিগনাল দিয়ে,
হাজারো লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়
বুলেট বোমার মেশিনগানের গুলি দিয়ে।


পাকবাহিনী ইতিহাস গড়ে মহাইতিহাস
রণ সজ্জায় সজ্জিত দিনের শেষে রাতে,
পাখির মত গুলি করে মারে অকাতরে
বিনা হিসেবে ঘুমান্তশিশু মারে তাতে।


ইতিহাসের জঘন্য তম লাশের বহর ছিলো
পঁচিশে মার্চের ভয়ালো নিষ্ঠুর আক্রমনে,
সেই ইতিহাস বাঙালিরা স্মরণ করবে যুগ
যুগ ধরে প্রতিবছর পাকিস্তানকে  ঘৃণা ভরে।