দুঃখের খনি (২১৮২ তম)
এন,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৬-২৩ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°
দুঃখ যদি বিক্রি হইত
কত মানুষ হইত ধনী?
আমার কাছে আছে শুধু
দুঃখের কত হাজার খনি।


দুঃখ যদি কিনবার লাগে
আইসো আমার কাছে,
আমার কাছে অগনিত
দুঃখের পাহাড় আছে।


স্বল্প মূল্যে বিকিয়ে দিবো
বাহন লাগবের জন্য,
যা নিবে তাই দিবো গো
তাতেই আমি যে ধন্য।