দুধের মাছি
     এম,এ,সালাম
     ০৬-০৫-১্৮

তীর্থের কাক দিচ্ছে আজি ডাক-
    ভাই তুমি কোথায় আছ?
তুমি বিহনে মন ভাল লাগে না
    তুমি আস আমার কাছে।

আজ গাদায় বসিয়া গল্প করিব-
    সুখী মানুষের সনে,
সুখ নিয়ে আমি যাইব ফিরিয়া
    তুমি চেয়ে দেখিবে দু'নয়নে।

বন্ধু এতদিন আমি ব্যস্ত ছিলাম-
    তুমি ছিলে নানা কষ্টে,
তাই তো আমি সান্নিধ্যে আসে নি
    মেরো না তুমি উষ্ঠে।

এতদিন তোমায় জ্বালাতন করি নি-
      তুমি কষ্ট পাবে বলে,
তোমার সুখ যে উপভোগ করিয়া
      আবার যেতে চাই চলে।

বন্ধুর কাছে বন্ধু না আসিলে -
     মানুষে বাজে মন্তব্যে করে,
সেই কথাটি চিন্তা করিয়াই
     ছুটে এসেছি তোর ঘরে।