ডাইনি জ্যায়ের জ্বালা (২১৩৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৫-২০২৩ ইং
=================
কপাল গুনে জ্যা পেয়েছি
অবাক হবেন শুনে,
তার স্বামীরে মারে সতত
জ্বালায় তেলে নুনে।


তার জ্বালাতে শাশুড়ি ননদ
হাঁড়ি পাতিল মাজে,
কাপড় ধৌতের জ্বালায় স্বামী
মন্তব্য করেন বাজে।


জ্যায়ের কথা মানা লাগে যে
না মানলে যে রাগে,
নানা ধরনের ছল ছুতা দিয়ে
বাপের বাড়ি বাগে।


ঘুম থেকে কেউ তারে ডাকলে
সে বাজে মন্তব্য করে,
পান থেকে যদি চুন খসে পরলে
গালি দেয় কর্কশ স্বরে।


জ্যায়ের জ্বালায় আর বাঁচি না
তাই মরতে মনে চায়,
মাঝে মাঝে সে মামলা দিয়ে
জেলের ভয় দেখায়।


কপাল পুড়া জীবন জ্যায়ের
এমন জ্যা থাকে ঘরে,
ঘরটা যেন অশান্তির আগুন
জ্বালায় জীবন পুড়ে মরে।