চৌদ্দশত ত্রিশ (২১১১ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৪-২০২৩
======================
আজ ধরায় চৌদ্দশত ত্রিশ শুরু
পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি,
রমনার বটমূলে আনন্দের হিল্লোল।
নামি দামি ভোজনালয়ে রসনা বিলাশ
গরম ভাতে পানি দিয়ে পরিস্থিতি ঠান্ডা
যদিও নাম তার পান্তা ইলিশের রেসেপি।
গাঁয়ের বাড়িতেও চলে ভালো খাওয়ার
মহরার নামে মাছ-ভাত, গোস্ত পোলাউ।
বাংলার আনাছে কানাছে চলে মেলার
নামে কত গান বাজনা আর পুঁথিপাঠ।
পহেলা বৈশাখের নামে অনুষ্ঠানের অদূরে
দেখবেন বসছে মাদকের হাট-বাজার।
কত ভন্ড সুফি,সাধক গাঁজার কলকি
নিয়ে সুখ টানে মাতোয়ারা,মোছবাবা,
ল্যাংটা বাবার কাছে ভীর জমিয়েছে কত?
ভক্তবৃন্দ তাদের ও ইচ্ছে যদি বাবার সু
ছোহবাতে এক সুলুম টানের সুযোগ মিলে।
ওদিকে মেলায় হাজারে হাজারে নারী শিশু
এক ঘেয়েমি দূর করনে গানের তালে তালে
সুসজ্জিত বাসন্তি রঙের পোশাক পরে কত
পছন্দের খেলনা সামগ্রী ক্রয়ে করে দোকানে।
নামি-দামি নারীপুরুষ পরছে নজরকাড়া
রঙ বিরঙের বোশেখ বরণ পোশাখ,ফুর্তিতে
মাতোয়ারা হয়ে নানা সেলফি নিয়ে ব্যস্ত।
দোকানিরা হাল খাতার হিসাব করেন এইদিন
ক্রেতারা বকেয়া পরিশোধ নাম লিখান খাতায়
পাহাড়িরা বৈশাবি বিজু বরণ অনুষ্ঠানে চলছে
সাজ সজ্জার নানা গান বাজনার তালে নিত্যে।
পিছনে জরাজীর্ণতা কাটিয়ে নতুনের চলতি
পথ হয়ে উঠুক আনন্দমুখর ও সুখের নীড়ে।