সুজলা, সুফলা শস্যশ্যামলা-
    বাংলার মাঠ ঘাট,
তোমাকে দেখে আমি আপ্লুত
  তোমাতেই ছাড়ি নিঃশ্বাস।

অংশুমালীর আলোতে বাংলায়
    সৌন্দর্য বিলায় কত?
শীতাংশুর আলোয় সারারাত খানি
    জাগরণ করে কত?

তোমার চির সবুজে পাগল পাড়া-
   নীল আকাশ ঝলমল,
নদীর বুকে সবুজের আলো
    করে যে টলমল।

উত্তাপ্ত শরীরে ক্লান্ত হলে-
গাছের তলে গিয়ে বসি,
শান্তির পরশ বুলিয়ে দিয়ে
   একটু ঘুমিয়ে পড়ি।

কত যে কাননে ফুলের কুঁড়ি-
      ফোটে গোধুলির বেলা,
অপরাহ্নে ঝড়ে পড়ে পাপড়ি
     ফুলে প্রজাপতির মেলা।

আপগার ধারা ছড়িয়ে আছে-
     জালের মত করে,
পাখ পাখালী উড়ে বেড়ায়
    হাওয়ায় ভর করে।

ধলিজালের বেলা ছড়িয়ে আছে
       সারা আকাশ জুড়ে,
ক্ষনে ক্ষনে অন্তরীক্ষে বারীবর্ষন
  আসে চর্তুরদিক থেকে ধেয়ে।

শরতের অখিলে উডুপের আলোতে-
নভশ্চরের আলো জ্যোতিহীন,
প্রেমিক প্রেমিকা জ্যোৎস্নার আলোতে
  বাজিয়ে তুলে প্রেমের ডিন।