চৈত্রীরের কুয়াশা (২১১৩ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
১৭-০৪-২০২৩
=================
চৈত্র মাসে কুয়াশা পড়ছে
চাঁদটা গেছে ঢেকে,
দক্ষিনের হাওয়া ঘুরে গিয়ে
উত্তরে গিয়েছে বেঁকে।


রাতের আকাশ কুয়াশা ঘেরা
উত্তরের হাওয়া বইছে,
বধু আমার বাইরে গিয়েছিল
আমার কাছেতে কইছে।


আকাশপানে চেয়ে দেখিলাম
একটাও তাঁরা দেখি না,
চাঁদটা আজ কোথায় গিয়েছে?
করছে মন্তব্য সকিনা।


সেহরি খেয়ে বাহিরে নামলাম
দেখি চাঁদটা ঢেকে আছে,
ফেউচ্চা পাখি কুয়াশার মধ্যে
গাছে গাছে শুধু নাচে।


চৈত্তির মাসে এমনি কুয়াশাঘেরা
ধরনী জীবনে দেখি নায়,
মনে হয় ধরনীর আবহাওয়াটা
বিপদের দিকেতে ধায়।