চাঁদের নিচে গ্রহ(২০৯৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০৩-২০২৩
*************************
সেদিন চাঁদের নিচে একটি তাঁরা
নাকি গ্রহ সবাই বলাবলি করছে,
এমন দৃশ্য দেখে বিশ্ববাসী হতাশ
কেহ কেহ বিস্ময় প্রকাশ করছে।


আমি চাঁদ দেখিনাই ফেইজবুকে
এই বিষয়টি ভাইরাল হয়ে গেছে,
কেহ বলছে আরবি 'বা' হরফের
মত নিচে এক নকতা নাকি ঝুলছে।


আমার মনে হচ্ছে হয়তো শুক্রগ্রহ
এটা পৃথিবীর আহ্নিক গতির ফলে,
ঘুরতে ঘুরতে চাঁদের নিচে এসেছে
বহু জ্যোতিষবিদ,বিজ্ঞানীরা বলে।


কেহ বলে নাকি কেয়ামতের লক্ষন
আলামত,এটা প্রথম প্রভুর নির্দশন,
আকর্ষিক ভাবে কখন যে প্রলয় হবে
ধরায় হবে মহা কম্পনের বিকর্ষণ।।


আবার কেহ বলে আল্লাহ মহাজ্ঞানী
তাহার উপরে কাহারো হস্তক্ষেপ নেই,
যিনি যা করবেন তাতেই আমরা খুশী
একমত,দ্বিমত কেহ করার উপয় নেই।