বুকে শুধুই যন্ত্রনা (২১২৯ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০২-০৪-২০২৩
==================
এ বুকে জ্বলছে আগুন,শুধুই যন্ত্রণা
কোন ফকিরে দিলে বুকে কু-মন্ত্রনা?
ঝাড় ফুঁকে নিভে না জ্বালা এই বুকে
যন্ত্রণার কারনে  কেমনে থাকি সুখে।
জল দিলে নিভে না শুধুই জ্বলে যায়
কষ্টে কষ্টে এ বুকটা তিলে তিলে ক্ষয়।
নিরিবিলি থাকি যখন বুকে কান্না বয়
যন্ত্রনার জ্বালা শুধু চোখের কোণে ক্ষয়।
বুকটা চিরে কেমনে দেখাই বুকের জ্বালা
পুড়িয়া ছাই হয়েছে  মিশির ন্যায় কালা।
বলতে পারি না মুখে ব্যাথায় ভরে গেছে
দুনিয়া এ সব কিছু আমার কাছে মিছে।
শুধাই যত তত বাড়ে,শোনে না যে কথা
দুঃখ কষ্ট কেউ বুঝে না মনে দেয় ব্যথা।