বুদ্ধিমতী(২১০৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০৪-২০২৩
**********************
প্রজ্ঞা খাঁটিয়ে কথা বললে
দোষ ধরিতে পারে কে?
মতিষ্ঠ দিয়ে কাজ করিলে
বিবুধ জ্ঞানী মানুষ সে।


সাহসের সহিত সত্য প্রকাশে
যে একবিন্দু টলে না,
সামনাসামনি ভুল ধরাইতে
সে কাউকে ছাড়ে না।


দূরদর্শিতা পরিচয় দেয় যে
কাজে ও কথার মাঝে,
সে লোকটিকে কেমন করে?
বলি ব্যক্তি তুমি বাজে।


যারা বুদ্ধিমতি  তারা সর্বদা
ভুলের উর্ধ্বে থাকতে চায়,
এমন কোন বাক্য  বলে না
মানুষের কাছে দোষ হয়।