বঙ্গকাব্য (২১২১তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৪-২০২৩
===================
আম,জাম,লিচু গাছে ছোট ছোট কুশি
গাছপাকা আম জাম খেলে মহাখুশি।
মনপুরে খেলে সবে,  খুশি তিন বেলা
পাকা কলা দুধে ভালা নেই ব্যাথা গলা।
ফল চাষি ফলের গাছ চাষ করে ভাই
বর্ষাশেষে ভাদ্রমাসে পাকা তাল চাই।
তালপিঠে দিয়ে মিঠে সবে মিলে খাই
পানিতাল খেতে মজা পাকা শাঁস পাই।
পুবাকাশে সূর্য হাসে দিনের শুরু করে
গুন গুন করে অলি ফুলের উপর পরে।
গাছের শাখে পাখি বসে গায় সুরে গান
কপোত-কপোতীর খেলা গায় কৃষ্ণতান।
নববধু পানি আনতে যায় যে খুব ভোরে
ফুল তুলে ঢালা ভরে আনে বধু ঘরে।