গ্রীষ্ম ঋতুতে বকুল ফুল ফোটে-
     বকুল ফুলের গাছে,
ফুল কুড়িয়ে এনে মালা গাঁথিব,
    পড়াব প্রিয়তমার গলে।
প্রিয়জন  বলেছিল বকুলের মালা-
    গলে পড়িতে মনে চায়,
ভালবেসে সখী বকুলের মালা,
   পড়ে দিবে আমার গলায়।
প্রিয়তমার কথা মনে করিয়া-
    ফুলের বাগানে গিয়ে,
ফুল কুড়িয়ে ঢালা ভরে এনে,
    মালা গাঁথি গাড়ীর সুতায় বেঁধে।
যতন করিয়া গাঁথিলাম মালা-
   কোমল হাতের ছোঁয়ায়,
সুযোগ পেলে পড়িয়ে দিতে চাই,
   প্রিয়তমার গলায়।
বকুলের ঘ্রান ভাললাগে সবার-
    নিতে চায় সবাই হাতে,
মলিন বদনে মালা তুলে দিলে,
    তুমি কষ্ট পাবে তাতে।
মালা গেঁথে সখী খবর দিল-
     উপহার দিবে বলে,
উপস্থিত হলে মালা তুলে দিল,
      প্রিয়তমার গলে।
ফুলের ঘ্রানে সুবাস ভেসে আসে-
     সখীর হাতের সুঘ্রান,
যে হাতে মালা গেঁথেছিলে তুমি,
   সেই মালাকার আমারই প্রান।
ঘুমানোর সময় মালাটি রাখিতাম-
      খাঁটের সাথে ঝুলিয়ে,
মালাটি দেখে স্বরন করিতাম,
     আমার প্রানের প্রিয়ারে।