অনু কবিতা -বৈশাখের ভোর (২১২২ তম)
               এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
                      ২৬-০৪-২০২৩


ঠান্তা হাওয়া বিরাজ করে ভোর রাতে আকাশখানি
দিগন্তের মাঠে বৈশাখের সমীরণ  করে  টানাটণি।
উদাসীন সব ফুলের বাগান গোপনে কানাকানি
কুশায়া ভরা ভোরের ধরনী শীত শীত থাকে জানি।
টাপুর টুপুর ঝরছে শিশির,পাতা পরছে খসে খসে
দুপুর বেলা প্রচন্ড গরমে পথিক গাছের তলে বসে।