বিশ্বকবি (২২২৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-০৮-২০২৩ ইং
===================
রবিঠাকুর আছে মনেপ্রাণে
করে নি করি মরণ,
বাইশে শ্রাবনের এই দিবসে
বিশ্ববাসী করে স্মরণ।


সকল শ্রেনীর সাহিত্য পাঠে
বিশ্বকবির লেখা আছে,
তার লিখা পরলে শিহরিত হই
সব কবির মনের কাছে।


কবির গীতাঞ্জলি শেষের কবিতা
পড়েছি বহু ভালোবেসে,
প্রতি বছর বাইশে শ্রাবন আসলে
কাব্য লিখি মনের আশে।


আমার হৃদ মাঝারের উচ্চাসনে
আসিন কবি রবি গুরু,
তার লেখার প্রতি আকৃষ্ট হয়েই
কাব্য লিখা করেছি শুরু।


কবির গীতাঞ্জলির কাব্য লিখে
কত সম্মান কেড়ে আনে,
তাই শেষ্ঠ কবি রবি ঠাকুরকে
সবাই বিশ্ব কবি জানে।