বিবেকহীন মানুষগুলো (২১৩০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৫-২০২৩
=======================
বিবেকহীন মানুষগুলোর সনদ থাকতে পারে
তাই বলে কি আসল জ্ঞান আছে তার ভিতরে।
সনদ আছে রাশি রাশি  কিন্তু কান্ড জ্ঞান নেই
বেয়াদবের মত কথা বলে হারিয়ে ফেলে খেই।
মান সম্মান দিতে জানে না স্নেহের ভালাই নাই
এমনই  মানুষ গুলোকে বিবেকহীন বলি তাই।
ক্ষুদ্র স্বার্থ রক্ষার তরে  মিথ্যার আশ্রায় নেয়
সম্মানিদের ধার ধারে না বেইজ্জত করে তায়।
বড়োর উপর নজরদারি,কুট কথা ভালো শুনে
মুখের উপর কথা বলে, প্রতিশোধ নেয় গুনে।
নিজের কথার প্রধান্য দেয় অপরের কথার নয়
যে কোন মূল্যে স্বার্থে নিজ চরিত্রের করে ক্ষয়।
পান থেকে চুনে গেলে,মেজাজ থাকে টানটান
রাগ থাকে গায়, একশো একশো গুরুর বচন।
ধৈর্য্য নেই সৌর্য নেই,আছে শুধু মুখের কথন
এ মানুষ থেকে দূরে থাকো বলছে কাকা রতন।
তালকে ওরা তিল বানায়,পলককে বানায় চিল
স্বার্থবাদী মানুষ  ভীমরুলের বাসায় ছুড়ে ঢিল।
লবন জ্ঞান না থাকিলে তাকে কেমনে বলি জ্ঞানী
এমনি রুপি মানুষগুলো এই সমাজের কীট জানি।