বেদনার নীল খামে (২১১৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৪-২০২৩
====================
চতুর্দিকে বিদায়ের সুর  বাজে
বেদনার নীলাকাশ জুড়ে,
জেগেছে চাঁদ বিদায় অনুভবে
নীরবে হৃদয় যাচ্ছে পুড়ে।


আর্তনাদে আজ ঋতুরাজ ও
চৈতী বায়ুর বিদায় চায়,
আকাশ পানে মিটিমিটি তারা
বিলাপে গুমরে কাঁদে হায়।


আজ জোনাকির চোখে নেই ঘুম
কাঁদে রাতজাগা সব পাখি,
যেও না সুজন বাসনা জাগিছে
এখনো রাত পোহানো বাকি।


সময় কখনও অপেক্ষা করে না
জোয়ার থাকে না থেমে,
বছরের সব স্মৃতি বিদায় জানায়
বেদনায় ভরা নীলখামে।


আজ দিশেহারা হয়েছে নব প্রকৃতি
ঘুণেধরা বর্ষ বিদায় ক্ষণে,
রহিয়া রহিয়া আজ কত স্মৃতি জাগে
আজি এ বর্ষ বিদায় দিনে।


লিখন কালঃ- ৩০ শে চৈত্র ১৪২৯ বাংলা নিজ বাসভবন।