বাজার গরম (২০৯৯ তম)ছড়া কবিতা
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৪-২০২৩
================
সাহেব গেলেন বাজারে
কাজের লোক নিয়ে,
নানা রকম পন্য কিনবে
মেয়ে দিবেন   বিয়ে।


পন্যের দাম দেখে সাহেব
হয়ে গেলেন কাবু,
মাথা গরম পেলেন শরম
মুগরীঅয়ালা হাবু।


বাজার গরম দেখে বাবু
বিল্লিক ছিল্লিক কয়,
তাই না দেখে কত মানুষ
মাথায় পানি দেয়।


কিনতে কাটতে হঠাৎ করে
ভিরমি দিয়ে পড়ে,
কাজের লোকটি আছুক্কা
জাবরে ধরে তারে।